Vice Chairman Message
17 Apr

Vice Chairman Message

  • 1251

সহ-সভাপতির বাণী

উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রংপুর শহরের উপকন্ঠ সিও বাজারে অবস্থিত বর্ডার গার্ড পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, রংপুর বর্ডার গার্ড বাংলাদেশের সেক্টর সদর দপ্তর রংপুর এর পরিচালনা ও প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় নির্মিত একটি স্বনামধণ্য শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি ধীরে ধীরে সার্বিক উন্নয়নের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে এক অনন্য অবদানের সাক্ষী হয়েছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়নে এ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ এবং শিক্ষক মন্ডলী আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন এবং আমি আনন্দের সাথে বলতে পারি, ২০১৮ সালে আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েব সাইট চালু হয়েছে যা এ শিক্ষাঙ্গনের দর্পন স্বরূপ। এই ওয়েবসাইট চালুর মাধ্যমে আমরা সরকারের ডিজিটাল বাংলাদেশ তৈরির লক্ষ্যে সামিল হয়েছি এবং আমাদের শিক্ষার্থীদের মানসম্মত ও উন্নত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। বিগত বছরগুলোতে মাল্টিমিডিয়া ক্লাস চালু, উন্নত কম্পিউটার ল্যাব, শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ, পরীক্ষার ফলাফল ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে যা আমাদের প্রতিষ্ঠানের যুগোপযোগী শিক্ষাব্যবস্থাকে নিশ্চিত করেছে। এই ডিজিটালাইজেশন আমাদের প্রতিষ্ঠানের একাডেমিক উৎকর্ষতা সার্বিক শৃঙ্খলা এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে প্রযুক্তিগত মাত্রা যোগ করার পাশাপাশি বহুবিধ কার্যকলাপে শিক্ষার্থীদের মেধাকে শানিত করার অপার সম্ভাবনা সৃষ্টি করেছে। আমি আশা করি আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, ডিজিটাল পদ্ধতির ক্লাসরুম এবং উন্নত কম্পিউটার ল্যাব ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ তৈরির প্রাথমিক সোপান হিসেবে আমরা অগ্রণী ভূমিকা পালনে সফল হবো ইনশাআল্লাহ।


       লে.কর্নেল মো. সেলিম আলদীন, পিএসসি
সহ-সভাপতি, পরিচালনা পর্ষদ, বর্ডার গার্ড পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, রংপুর। 
এবং পরিচালক ও অধিনায়ক, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি), রংপুর।